• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যানের দুর্নীতির বিচার চেয়ে মানববন্ধন

  • ''
  • প্রকাশিত ০২ মে ২০২৪

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনের অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানিকা গ্রামবাসী ব্যানারে মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মনিকা মোড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি পালনকালে বক্তাগণ অভিযোগ করে বলেন, চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন খুবই প্রভাবশালী ও স্বেচ্ছাচারী। সরকারের নিয়মকানুন তার কাছে গুরুত্ব পায় না। তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে সরকারের টাকা আত্মসাৎ, ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির নিকট হতে টাকা গ্রহণ ও প্রতারণা, টাকার বিনিময়ে স্বচ্ছলব্যক্তিদের ভূমিহীন সার্টিফিকেট প্রদান, ইউনিয়ন ভূমি-সহকারী কর্মকর্তার যোগসাজশে ভুয়া ভূমিহীনদের নামে সরকারি জমি ইজারা বন্দোবস্তের ব্যবস্থা করে দিয়ে আয়-রোজগার প্রভৃতি তার নেশা ও অন্যতম পেশায় পরিণত হয়েছে।

বক্তারা বলেন, মনিকা মৌজার ১নং খতিয়ানের ৩০৫ দাগের ১৭ একর জমি এলাকাবাসি যে যার মতো পজিশন নিয়ে দীর্ঘদিন ধরে বীজতলা হিসেবে ব্যবহার করে আসছিলেন। এই জমি ৪-৫ মাস আগে উদ্ধার করে প্রশাসন ইজারা বন্দোবস্ত দেয়ার জন্য ভূমিহীনদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করে। এই সুযোগ কাজে লাগিয়ে চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন টাকার বিনিময়ে সম্পদশালী- স্বচ্ছল ব্যক্তিদের ভূমিহীন সার্টিফিকেট দিয়েছেন। এ ছাড়া তিনি স্থানীয় সার্ভেয়ার সোহাগ মিয়া, গোবিন্দশ্রী ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান চন্দনের যোগসাজশে উদ্ধার করা সরকারের ১৭ একর খাস জমি ওই ভূয়া ভূমিহীনদের নামে বন্দোবস্তের ব্যবস্থা করে দেয়ার উদ্যোগ নিয়েছেন। চেয়ারম্যান মাইদুল ইসলাম খান খুচরা সার ডিলারশীপ প্রদানের কথা বলে লিখিত প্রত্যয়ণপত্রের মাধ্যমে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির নিকট থেকে ৫০হাজার টাকা নিয়েছেন বলেও জানান বক্তারা।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে আনোয়ার হোসেন, আব্দুল গনি প্রমুখ বক্তব্য রাখেন। তারা বলেন, চেয়ারম্যানের এই অনিয়ম ও দুর্নীতির বিচার চেয়ে সম্প্রতি নেত্রকোণা জেলা প্রশাসক বরাবর মনিকা গ্রামের মরহুম আব্দুর রহমানের পুত্র মিজানুর তালুকদার(কমল)সহ ৫০ গ্রামবাসীর স্বাক্ষরিত অভিযোগ দেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads